Posts

Showing posts from December, 2019

ইংরেজী নতুন বছর

Image
ইংরেজী নতুন বছর   আজ ২০২০ ! ইংরেজী নতুন বছর , কিন্তু আমার কেমন যেন কোন ফিলিংস হচ্ছে না। অন্য সব দিনের মত আজকের দিনটা , তেমন কোন পার্থক্য নাই। শুধু একটাই পার্থক্য সেটা হইল , আমি আমার নতুন মেকবুকে এই লেখাটা শুরু করেছি। এই বছরটা অন্য সব বছরের মত হতে দিব না , অনেক কুল থাকার চেষ্টা করব। আগের ভুলগুলি বার বার করার মাঝে আসলেই কোন ক্রেডিট নাই। আমাকে যেই জিনিসগুলি বিরক্ত করবে সেই গুলা আমি রিমুভ করে দিব এই বছরে যেটাকে এলিমেটও বলা যাইতে পারে। এমন কিছুই রাখব না যা আমার মনকে বিষাদ করে দিবে।আমরা যতই বলি না কেন আসলে আমরা সবাই কম বেশি স্বার্থপর তাই হইলাম না হয় আর একটু বেশি স্বার্থপর। নিজেকে ভালবাসতে শিখতে হবে এইটাই শিখেছি গত বছরের চলে যাওয়া দিনগুলি থেকে। আপনার কি মনে হয় ? নিজেকে কষ্টে রাখা উচিৎ নাকি যেটা আপনার কষ্টের কারণ সেটা থেকে সিম্পলি কুইট করা উচিৎ ?                          

গিভ & টেক

গিভ & টেক   বহু বছর আগে থেকে চলে আসছে বিনিময় প্রথা ♣ তুমি আমার কাছে চিকিৎসা নিতে এসেছ ? নিজের মাঠের একটি লাউ নিয়ে এসো ! এখন আত্মীয় / অনাত্নীয় / বন্ধুবান্ধব সবাই এই রুলস ফলো করা শুরু করছে , আমি কল দিলে তারাও কল দিবে নতুবা বিশেষ দরকারে কল দিবে ! যাই হোক আমি তার ব্যতিক্রম হওয়াতে মাঝে মাঝে শুনতে হয় , পাগল ! আজাইরা কল দেয় ♦ আমিও ভাবছি বিনিময় প্রথাটা নিজের মাঝে ইন্সটল করে নিব ! নতুন বছরের নতুন নিয়ম : গিভ & টেক 🤪