ইংরেজী নতুন বছর
ইংরেজী নতুন বছর আজ ২০২০ ! ইংরেজী নতুন বছর , কিন্তু আমার কেমন যেন কোন ফিলিংস হচ্ছে না। অন্য সব দিনের মত আজকের দিনটা , তেমন কোন পার্থক্য নাই। শুধু একটাই পার্থক্য সেটা হইল , আমি আমার নতুন মেকবুকে এই লেখাটা শুরু করেছি। এই বছরটা অন্য সব বছরের মত হতে দিব না , অনেক কুল থাকার চেষ্টা করব। আগের ভুলগুলি বার বার করার মাঝে আসলেই কোন ক্রেডিট নাই। আমাকে যেই জিনিসগুলি বিরক্ত করবে সেই গুলা আমি রিমুভ করে দিব এই বছরে যেটাকে এলিমেটও বলা যাইতে পারে। এমন কিছুই রাখব না যা আমার মনকে বিষাদ করে দিবে।আমরা যতই বলি না কেন আসলে আমরা সবাই কম বেশি স্বার্থপর তাই হইলাম না হয় আর একটু বেশি স্বার্থপর। নিজেকে ভালবাসতে শিখতে হবে এইটাই শিখেছি গত বছরের চলে যাওয়া দিনগুলি থেকে। আপনার কি মনে হয় ? নিজেকে কষ্টে রাখা উচিৎ নাকি যেটা আপনার কষ্টের কারণ সেটা থেকে সিম্পলি কুইট করা উচিৎ ?