Posts

Showing posts from March, 2019

একটি নির্ঘুম রাত ও নতুন দিনের সূচনা।

Image
অন্য সব দিন আর রাতের মত আজকের রাত ও দিন। প্রতিদিন আমি ঘুম থেকে উঠে ভাবি আমি কেন এই ভাবে চলতেছি? সবার জীবনেই অনেক ছোট বড় অনেক কষ্ট আছে।তবে যার যার কষ্ট তার তার কাছে বিশাল। আমি যখন এই ব্লগটি লিখছি, তখন আমরাই ভুলের জন্য কিছু লেখা সেভ না করার কারনে মুছে গেছে তাও কিন্তু আমি হাল ছেড়ে দেই নাই। আবার আমার সেই আবেগ আর মনের কথা গুলি প্রকাশ করার জন্য লিখতে বসে গেছি। আজকে আমরা যেই চরম একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক সময় না এক সময় সেই পরিস্থিতি পার করেছে তবে একটু ভিন্ন উপায়ে। যার যার মত সে তার সেই সমস্যার সমাধান করেছে। আচ্ছা, আমরা অনেক দিন আগের কথা ফিরে যাই সেই বেগম রোকেয়া সাখাওত হোসেনের সময়ে। যাকে নারী জাগরণের অগ্রদুত বলা হয়, সেই বেগম রোকেয়াও কি খুব সহজেই সেই পরিস্থিতি পার করতে পেরেছিল? সেটা ছিল একটা বিপ্লবীয় পরিবর্তন আর সেই পরিবর্তন একদিনে আসে নাই। যার জন্য আজকের নারীজাতি পড়াশোনা করার সুযোগ পেয়েছে। তবে আমরা এখনকার ছেলেপেলেরা কেন হঠাৎ করেই যে কোন ছোট্ট বিষয়ে    ভিষণ হতাশায় ডুবে যাই? কেন? এখন আমার প্রশ্ন পরিবর্তন কি একদিনে সম্ভব? আমি একবার হতাশ হয়ে আমার ভাইকে...

Game is On..

Image
It's  time to start the game... What is stopping you? Do you feel tired? Don't  you have enough Money? No It's  not that, rather you are your own obstacle. You always give excuse that, they have got wonderful life,They have Rolls Royce. Don’t be jealous because no one get it so easily. We are just observing  that It's  so easy to achieve but the person who get it only understands the struggle. No one handed it to them. They worked their ass off to get it. Get your ass up, Awaken the beast inside. It's your season, It's your shot, It's your moment. Recognize yourself, you can do it. No one can stop you if you want. Your inner power and discipline can make it done. Fruits are always sweet, start with the challenge. Tomorrow ! Tomorrow! Tomorrow!    Not Tomorrow... Let's start today. Remember you have only TODAY.

অদ্ভুত না?

Image
আমার এক বান্ধবী ফেসবুকে খুব রেগুলার ছিল। প্রতিদিনই কোনো না কোনো ছবি দিত ফেসবুকে। সেই ছবি খুব দামী ক্যামেরায় তোলা। ছবির নিচে ৪০০/৫০০ লাইক এবং প্রচুর কমেন্ট। একদিন দেখি সেই বান্ধবী ফেসবুকে নাই। আমি ভাবলাম, কি ব্যাপার? আমাকে কি ডিলিট করে দিল? আমার অপরাধটা কি? অনেক ভেবেচিন্তেও কোন অপরাধ খুঁজে পেলাম না। আমি তার প্রোফাইলে গেলাম। না সত্যিই তার কোন আপডেট নাই। বহুদিন কিছু পোস্টও করে না। আমি তার লিস্টে আছি। আমি তাকে নক দিলাম- 'কি ব্যাপার? আপনার পাত্তা নাই কেনো?' দুইদিন পরে রিপ্লাই আসলো, 'আমি এখন ফেসবুকে ঢুকি না।' 'কেনো?' 'লোকজনের সুখী সুখী ছবি দেখলে ঈর্ষা লাগে।' আমি ব্যাপারটা নিয়ে ভাবলাম কিছুক্ষণ। কথাতো ঠিকই। আমাদের প্রত্যকের কি একইরকম ঈর্ষা হয় না? 'সুখটা আসলে কি?' আমি তাকে জিজ্ঞাস করলাম। সে বললো, লোকজন নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বাচ্চাকাচ্চার ছবি দিচ্ছে। নতুন নতুন রেস্টুরেন্টে ছবি দিচ্ছে। নতুন ড্রেসের ছবি দিচ্ছে। একজন হুট করে প্রমোশন পেয়ে গেল, আমি কেনো পাচ্ছি না। আই সি। তাইলে জামা, নতুন জায়গায় বেড়ানো, প্রতিদিন নতুন রেস্টুরেন্টে চেক ইন...