একটি নির্ঘুম রাত ও নতুন দিনের সূচনা।

অন্য সব দিন আর রাতের মত আজকের রাত ও দিন। প্রতিদিন আমি ঘুম থেকে উঠে ভাবি আমি কেন এই ভাবে চলতেছি? সবার জীবনেই অনেক ছোট বড় অনেক কষ্ট আছে।তবে যার যার কষ্ট তার তার কাছে বিশাল। আমি যখন এই ব্লগটি লিখছি, তখন আমরাই ভুলের জন্য কিছু লেখা সেভ না করার কারনে মুছে গেছে তাও কিন্তু আমি হাল ছেড়ে দেই নাই। আবার আমার সেই আবেগ আর মনের কথা গুলি প্রকাশ করার জন্য লিখতে বসে গেছি। আজকে আমরা যেই চরম একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক সময় না এক সময় সেই পরিস্থিতি পার করেছে তবে একটু ভিন্ন উপায়ে। যার যার মত সে তার সেই সমস্যার সমাধান করেছে। আচ্ছা, আমরা অনেক দিন আগের কথা ফিরে যাই সেই বেগম রোকেয়া সাখাওত হোসেনের সময়ে। যাকে নারী জাগরণের অগ্রদুত বলা হয়, সেই বেগম রোকেয়াও কি খুব সহজেই সেই পরিস্থিতি পার করতে পেরেছিল? সেটা ছিল একটা বিপ্লবীয় পরিবর্তন আর সেই পরিবর্তন একদিনে আসে নাই। যার জন্য আজকের নারীজাতি পড়াশোনা করার সুযোগ পেয়েছে। তবে আমরা এখনকার ছেলেপেলেরা কেন হঠাৎ করেই যে কোন ছোট্ট বিষয়ে ভিষণ হতাশায় ডুবে যাই? কেন? এখন আমার প্রশ্ন পরিবর্তন কি একদিনে সম্ভব? আমি একবার হতাশ হয়ে আমার ভাইকে...