Posts

Showing posts from April, 2019

Soulmates

Image
Everyone thinks your soulmate must be the person you are in love with, and someone you’ll make plans to spend the rest of your life with. Actually, this is one of the possible scenarios, but you don’t have to be in a relationship with someone before you both can be soulmates. Best friends, sibling, relatives, parents and their kids, and even acquaintances can be soulmates. People find it weird when a young woman describes her brother as her soulmate. Actually, there’s ABSOLUTELY nothing wrong with this. A soulmate is a person you have a cosmic relationship with a person who knows you deeply and understands you perfectly well. Your soulmate is the person who makes you feel accepted, complete, and emotionally sound. ‘Soulmates’ literally means that your souls are of the same kind.Your life partner is someone who you’re in an expectedly permanent sexual or romantic relationship with or someone you are married to. Your soulmate is someone who acts like as if they were right th...

(PUBG) পাবজিময় জীবন।

Image
ইদানীং একটা নতুন  গেইমস যা মানুষ প্রচুর খেলে। গেমটির নাম হল PUBG, এই গেমস এ এক বার ডুকলে কখন যে এক,দু'ঘন্টা চলে যায় তা বুজায় যায় না। এখন আসা যাক, কেন মানুষ  এই গেইমস খেলে? কারা এই গেইস খেলে? আমার জানা মতে, যারা লাইফ নিয়ে অনেক বেশি হতাশায়  আছে তারা গেইমসটি বেশি খেলে। আমি আমার লেখাটা তাদের নিয়া লিখছি যারা হতাশা থেকে গেইমস খেলেন। কিন্তু তারা জানে না যে এর ফলে তাদের হতাশা আরো দিগুন না শুধু কয়েকগুন বেড়ে যায়। আমি নিজেও এডিক্টেড হয়ে পরেছিলাম,তারপর আমি এই গেইমসটি ডিলেট করে দেই। কিন্তু ডিলেটই তো কোন কিছুর একমাত্র সমাধান হতে পারে না, তখন আমি ৩দিন বিরতির পর আবার গেইমসটি ইন্সটল করলাম। আবার খেলা শুরু করলাম তবে এইবার একটু অন্যরকম ভাবে। আমি ভাবলাম নিজেকে নিয়ন্ত্রন করা শিখতে হবে। আমি এখন সারা দিনেও গেইম এ আসি না রাত ছাড়া। আমি এর জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারন করে দিলাম।আমার কথা হল,গেইমস খেলব নিজের আত্মবিনোদনের জন্য। নিজেকে এর মাঝে বন্দী করে ফেলাম জন্য না। আমরা এই ভুলটি বেশি করি প্রথমে কাওকে ভালবাসি বাধাহীন ভাবে তারপর সেই ভালবাসাতেই বাধা পরে যাই। আরেক টাইপের মানুষ (টিনেজার)...

ভুতের বাচ্চা

আমি মাঝে মাঝে এলার্ম দেয়ার জন্য গুগুল ইন্টিলিজেন্ট ইউজ করি। বলি, -Okey Google! Set an alarm for me. -what time! - At 4.30 pm -okey set your alarm at 4.30 pm. বাবা আমার আর গুগুলের কথা শুনে বলে,শুন তোরে একটা গল্প বলি,আমাগো দেশে আগের কবিরাজরা ভুত চালান দিত,তাদের দিয়া কাজ করাইত। তর এই গুগুল হইল সেই ভুত, যারে দেখা যায় না কিন্ত কাজ করানো যায়। আমি অবাক হইয়া বাবার দিকে তাকাইয়া রইলাম 😲😲 🙊🙊 কিছুই বলার নাই ;)