(PUBG) পাবজিময় জীবন।



ইদানীং একটা নতুন  গেইমস যা মানুষ প্রচুর খেলে। গেমটির নাম হল PUBG, এই গেমস এ এক বার ডুকলে কখন যে এক,দু'ঘন্টা চলে যায় তা বুজায় যায় না।
এখন আসা যাক, কেন মানুষ  এই গেইমস খেলে? কারা এই গেইস খেলে?
আমার জানা মতে, যারা লাইফ নিয়ে অনেক বেশি হতাশায়  আছে তারা গেইমসটি বেশি খেলে। আমি আমার লেখাটা তাদের নিয়া লিখছি যারা হতাশা থেকে গেইমস খেলেন। কিন্তু তারা জানে না যে এর ফলে তাদের হতাশা আরো দিগুন না শুধু কয়েকগুন বেড়ে যায়। আমি নিজেও এডিক্টেড হয়ে পরেছিলাম,তারপর আমি এই গেইমসটি ডিলেট করে দেই। কিন্তু ডিলেটই তো কোন কিছুর একমাত্র সমাধান হতে পারে না, তখন আমি ৩দিন বিরতির পর আবার গেইমসটি ইন্সটল করলাম। আবার খেলা শুরু করলাম তবে এইবার একটু অন্যরকম ভাবে। আমি ভাবলাম নিজেকে নিয়ন্ত্রন করা শিখতে হবে। আমি এখন সারা দিনেও গেইম এ আসি না রাত ছাড়া। আমি এর জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারন করে দিলাম।আমার কথা হল,গেইমস খেলব নিজের আত্মবিনোদনের জন্য। নিজেকে এর মাঝে বন্দী করে ফেলাম জন্য না।
আমরা এই ভুলটি বেশি করি প্রথমে কাওকে ভালবাসি বাধাহীন ভাবে তারপর সেই ভালবাসাতেই বাধা পরে যাই।
আরেক টাইপের মানুষ (টিনেজার) আছে যারা গেইমস খেলে। তারা একটু বেশিই পাগল,এখন আমি আমার এক স্টুডেন্ট এর পাগলামিটা তুলে ধরি। সে ক্লাস 8 এ পরে,ও পাবজির জন্য এতই পাগল যে মানুষ ওকে পাবজি পাগলাও বলে। গতবছরের জন্মদিনে  ওর বোনেরা বার্ডে কেকের উপর লিখে দিছে "পাবজি পাগলা"। বুঝুন কতটা পাগল হইলে মানুষ এমন লিখতে পারে। ইদানীং সে বায়না ধরেছে আমাকে UC কিনে দাও। UC কিনতে প্রায় 10 ডলারএর মত লাগবে। সে তার বাবা,মা,ভাই,বোন কাওকে বলতে বাদ রাখে নাই। এমনকি আমাকেও না। এখন আমার কাজ হইল যেভাবেই হোক UC কিনে দেয়া।
এই হইল এক টাইপের প্লেয়ার। এখন সবার জীবন পাবজিময়,একসময় অন্য কোন ভারচুয়াল গেইমএর জগতে মানুষ ডুবে থাকবে।     

Comments

Popular posts from this blog

বিশ্বের যে অস্বাভাবিক জায়গাগুলিকে স্থান দিতে পারেন আপনার ভ্রমনের তালিকায়।