ভালো থেকো..
যে কান্নায় শব্দ হয় সেটা আবেগ, আর যে কান্নায় শব্দ হয় না নীরবে সবার অজান্তে চোখ থেকে জল গড়িয়ে পড়ে সেটা হচ্ছে কষ্ট,
.
পৃথিবীতে সেই মানুষটাই কষ্ট পায় যে নিঃস্বার্থ ভাবে কাউকে ভালোবাসে।ভুল করে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে কখনো কাঊকে ভুলে যাওয়া যায় না।
কেননা, সব মানুষের জীবনেই এমন একটা মানুষ থাকে, যাকে সে আজীবন ভালোবেসে যায়, যাকে শত চেষ্টা করলেও ভোলা যায় না।
.
খুব কম মানুষই সেই ব্যাক্তি কে আপন করে পায়। আবার, ভালোবাসার মানুষটি ভুলে গেলে যতটা কষ্ট হয়, তার চেয়ে হাজার গুন কষ্ট বেশি হয়, যখন সেই মানুষটি চোখের সামনে, অন্য কারো সাথে জীবন সাজায়।
.
তবে, কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া হয়তো সম্ভব। কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মত করে আর ফিরে পাওয়া সম্ভব না, যার হারায় সেই বুঝে যে হারানোর ব্যাথা কাকে বলে? কিভাবে কাটে তার প্রতিটি রাত।
.
যখন কেউ জীবন থেকে চলে যায়, তখন সবাই বলে নতুন করে শুরু করো, আসলেই কি নতুন করে শুরু করা যায়, কখনোই না প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হওয়ার পর বিদায় নেয়ার সময় সে বলবে, ভালো থেকো, বন্ধু দূরে চলে গেলে সে ও বলে যাবে, ভালো থাকিস, আপনি হয়তো কারও কাছ থেকে দূরে চলে গেলেন, আপনিও বলবেন ভালো থাকো।
.
সবাই চায়, সবাই ভালো থাকুক কিন্তু ভালো থাকার জন্যই তাকে পাশে প্রয়োজন ছিলো এটা হয়তো বুঝানো যায় না। রাত পেরিয়ে ভোর হয়, রঙিন জীবন হয় সাদাকালো, শুধু ভালো থাকাটাই আর হয় না। খুব সহজেই হয়তো বলে দেয়া যায় ভালো থেকো, কিন্তু যাকে বলা হয় সে হয়তো দিনের শেষে অতো সহজে বলতে পারেনা ভালো আছি।
.
পৃথিবীর নিয়ম যে বড়ই অদ্ভুত, কেউ কেউ ভালো থাকতে থাকতে ক্লান্ত, আর অন্যদিকে কেউ কেউ ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত, এটাই বাস্তবতা, আরে, যে যাবার সে তো চলে যাবেই, শুধু মাঝ থেকে, আপনার গুছানো জীবন টাকে এলোমেলো করে দিয়ে চলে যাবে।
.
ভালোবাসার শুরুটা হয় আবেগ আর মিষ্টি কিছু অনূভুতি দিয়ে আর শেষটা হয় কঠিন বাস্তবতা এবং কিছু তিক্ত অনূভুতি নিয়ে, ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় এটাই বাস্তবতা!
.
পৃথিবীতে সেই মানুষটাই কষ্ট পায় যে নিঃস্বার্থ ভাবে কাউকে ভালোবাসে।ভুল করে ভালোবেসে ফেলা যায়, তবে ভুল করে কখনো কাঊকে ভুলে যাওয়া যায় না।
কেননা, সব মানুষের জীবনেই এমন একটা মানুষ থাকে, যাকে সে আজীবন ভালোবেসে যায়, যাকে শত চেষ্টা করলেও ভোলা যায় না।
.
খুব কম মানুষই সেই ব্যাক্তি কে আপন করে পায়। আবার, ভালোবাসার মানুষটি ভুলে গেলে যতটা কষ্ট হয়, তার চেয়ে হাজার গুন কষ্ট বেশি হয়, যখন সেই মানুষটি চোখের সামনে, অন্য কারো সাথে জীবন সাজায়।
.
তবে, কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া হয়তো সম্ভব। কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মত করে আর ফিরে পাওয়া সম্ভব না, যার হারায় সেই বুঝে যে হারানোর ব্যাথা কাকে বলে? কিভাবে কাটে তার প্রতিটি রাত।
.
যখন কেউ জীবন থেকে চলে যায়, তখন সবাই বলে নতুন করে শুরু করো, আসলেই কি নতুন করে শুরু করা যায়, কখনোই না প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হওয়ার পর বিদায় নেয়ার সময় সে বলবে, ভালো থেকো, বন্ধু দূরে চলে গেলে সে ও বলে যাবে, ভালো থাকিস, আপনি হয়তো কারও কাছ থেকে দূরে চলে গেলেন, আপনিও বলবেন ভালো থাকো।
.
সবাই চায়, সবাই ভালো থাকুক কিন্তু ভালো থাকার জন্যই তাকে পাশে প্রয়োজন ছিলো এটা হয়তো বুঝানো যায় না। রাত পেরিয়ে ভোর হয়, রঙিন জীবন হয় সাদাকালো, শুধু ভালো থাকাটাই আর হয় না। খুব সহজেই হয়তো বলে দেয়া যায় ভালো থেকো, কিন্তু যাকে বলা হয় সে হয়তো দিনের শেষে অতো সহজে বলতে পারেনা ভালো আছি।
.
পৃথিবীর নিয়ম যে বড়ই অদ্ভুত, কেউ কেউ ভালো থাকতে থাকতে ক্লান্ত, আর অন্যদিকে কেউ কেউ ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত, এটাই বাস্তবতা, আরে, যে যাবার সে তো চলে যাবেই, শুধু মাঝ থেকে, আপনার গুছানো জীবন টাকে এলোমেলো করে দিয়ে চলে যাবে।
.
ভালোবাসার শুরুটা হয় আবেগ আর মিষ্টি কিছু অনূভুতি দিয়ে আর শেষটা হয় কঠিন বাস্তবতা এবং কিছু তিক্ত অনূভুতি নিয়ে, ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় এটাই বাস্তবতা!
Comments
Post a Comment