গল্পগুচ্ছ
স্বার্থপর পৃথিবী
০৮/০৩/২০২০
সকাল ১১:৪৬
নিজের সুবিধা ছাড়া মানুষ আসলে কিছু বুজে না এবং কিছু বুজতে চায় না। যখন নিজের নিজস্ব চাওয়া পাওয়া গুলির সাথেমিলে না তখনি মানুষ তার নিজস্ব রূপ দেখানো শুরু করে। আর তখন আমরা অতি সাধারণ কথা গুলি বুজতে পারি না। মানুষএই পৃথিবীতে অমর হয়ে আসে নাই তবু কত রকমের জল্পনা কল্পনা নিয়ে তাদের নিত্যদিন কাটে।
আমিও স্বাথপর!
সময় ক্ষেপণ
২৪/০৩/২০২০
12:28 দুপুর
প্রতিটা মানুষের জীবনে কিছু বিশেষ মানুষ থাকে তা হয়ত কেও আবিষ্কার করতে পারে আবার কেও তা পারে না। আমার লাইফেপ্রতিটা মানুষই আমার কাছে বিশেষ, এখন প্রশ্ন হইল একজনের লাইফে সব মানুষ আবার বিশেষ হয় কিভাবে? আমার দৃষ্টিকোণথেকে একজনের সাথে অন্য জন্যের কোন মিল থাকে না তাই আমার কাছে সবাই আলাদা। তাদের সাথে আমার কথা বলারবিষয় আলাদা আবার কারো কারো সাথে আবার আমার আমার মেলামেশার ধরনও আলাদা। তাই এখন বলাই যায়, They are all special for me. এখন এদের মাঝেও কেও আছে যার সাথে অনেকদিন পর একটু কথা বললে জীবনের সব অবসাদ একমুহূর্তেই দুর হয়ে যায়। সেও সেটা ভাল করে জানে আর আমিও জানি। আমারা যখন কথা বলি তখন কখন যে চোখের পলকেসময় চলে যায় তা বলাই যায় না। আমি তাই ওই মুহূর্তটার নাম দিলাম সময় ক্ষেপণ।আমিও আমার সেই ভাল লাগার মুহূর্তকেধরে রাখতে তার আর আমার দূরত্ব বজায় রাখি।
নিজের সাথে নিজের দূরত্ব
০৪/০৪/২০২০
১২:০২ রাত
আমি নিজেকে অনেক কষ্ট দেই যা একদম ঠিক না। যেমন এখন আমার অনেক খারাপ লাগছে আমি মরে যাচ্ছি এমন লাগছে।আমি মনে করি আমার সাথে সাবসময় অন্যায় হয়! আমি নিজেকে অনেক দুর্বল মনে করি কিছুই করে উঠতে পারি নাই ব্যার্থআমি! সব সম্পর্ক দুরত্বের মাজে থাকলে ভাল থাকে! আমিও তাই নিজের সাথে নিজের দুরত্ব মেক করতে চাই!
সম্পর্ক
২৩/০৪/২০২০
৯:২১ রাত
সবকিছু এখন আমার কাছে মূল্যহীন লাগছে। ভাল লাগছে না কিছু, এমন কেন হয় সম্পর্কগুলা ভাবছি আর কোন সম্পর্কে বাঁধাপরব না। অনেকতো আমার মার করলাম আর পারছি না। আসলে আমার বলতে কিছু নেই এই জগত সংসারে। হয়ত আমিকোন সম্পর্কের মর্যাদা রাখতে পারি না, নাহলে প্রতিনিয়ত আমার সাতে এমন হবে কেন? অন্যায় না করেও আমি অপরাধী হই।আবার কিছু কিছু জিনিস আমি না বুজেও করে ফেলি।বেশিরভাগ সময়ই ভালবাসা আর ভাল ব্যবহার আমি পাই নাই। কিভাবেআমি করব ভাল ব্যবহার মানুষের সাথে? তবুও নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি কিন্তু দিন শেষে যাকে বা যাদের বেশিভালবাসি তারাই আমাকে বেশি কষ্ট দেয়।
আসলে কি পেলাম আমি? কিছুই না। একাই মনে হয় ভাল আসলে একাই আমি। কারো সাহায্য চেয়ে পাই নাই, এমনকি সবায়এক দেখায় খুব করুণা অথবা নিকৃষ্ট এমন ভাবে আমকে দেখে।
ভাল লাগছে না,এমনি! এই কথাগুলি যদি শেষ উত্তর হয় তবে আমারও আর কিছু জানবার নাই।
Comments
Post a Comment