Posts

Showing posts from May, 2020

গল্পগুচ্ছ

স্বার্থপর   পৃথিবী ০৮ / ০৩ / ২০২০ সকাল   ১১ : ৪৬ নিজের   সুবিধা   ছাড়া   মানুষ   আসলে   কিছু   বুজে   না   এবং   কিছু   বুজতে   চায়   না।   যখন   নিজের   নিজস্ব   চাওয়া   পাওয়া   গুলির   সাথে মিলে   না   তখনি   মানুষ   তার   নিজস্ব   রূপ   দেখানো   শুরু   করে।   আর   তখন   আমরা   অতি   সাধারণ   কথা   গুলি   বুজতে   পারি   না।   মানুষ এই   পৃথিবীতে   অমর   হয়ে   আসে   নাই   তবু   কত   রকমের   জল্পনা   কল্পনা   নিয়ে   তাদের   নিত্যদিন   কাটে।   আমিও   স্বাথপর ! সময়   ক্ষেপণ ২৪ / ০৩ / ২০২০  12:28  দুপুর প্রতিটা   মানুষের   জীবনে   কিছু   বিশেষ   মানুষ   থাকে   তা   হয়ত   কেও   আবিষ্কার   করতে   পারে ...

শেষ দেখা...।

শেষ   দেখা ... । তোর   মাকে   আমায়     দিবি ?  আমি   তাহলে   আমার   মাছটা   তোকে   দিয়ে   দেবো।   অনাথ   আশ্রমে   বড়   হওয়া   ছেলে   মৃনাল   তার   সাথে   থাকা   বন্ধু   মুকুলকে   প্রায়ই   এমন   আবদার   করতো।   মুকুল   মাছের   লোভে   বলতো হুম ,  দেবো   বৈকি।   এরপরের   বার   যখন   মা   আসবে   তখনই     তোকে   দিয়ে   দিবো।   কিন্তু   বরাবরের   মতোই   মুকুল   তার   মা   আসলে মৃনালের   কথা   ভুলে   যেত।   আর   মুকুল   দূর   থেকে   মুকুলের   মায়ের   আদর   দেয়া   দেখতো।ভাবতো   মায়েরা   বুঝি   এমনই   হয়।   কেমন করে   আদর   করে !  দেখলে   কেমন   বুকটা   ফাঁকা   ফাঁকা   লাগে।   তার   মা   জন্মের ...